Snapchat স্বচ্ছতা প্রতিবেদন প্রতি বছর দুইবার প্রকাশিত হয়। এসব প্রতিবেদন Snapchatter-দের অ্যাকাউন্টের তথ্য ও অন্যান্য আইনি নোটিফিকেশন চেয়ে সরকারের অনুরোধের প্রকৃতি ও পরিমাণ সম্পর্কে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি প্রদান করে।

2015 সালের 15 নভেম্বর থেকে, আমাদের নীতি হলো যখনই কোনো আইনি প্রক্রিয়ায় Snapchatterদের অ্যাকাউন্টের তথ্য চেয়ে অনুরোধ পাব তখনই আমরা তাদের নোটিফাই করব, তবে ব্যতিক্রম ঘটবে কেবল তখনই যখন এটা করার ক্ষেত্রে আইনি নিষেধাজ্ঞা থাকবে, অথবা যেক্ষেত্রে আমাদের মনে হবে পরিস্থিতিটা ব্যতিক্রমী (যেমন শিশু শোষণ কিংবা মৃত্যু বা শারীরিক ক্ষতির আসন্ন ঝুঁকি)।

আমরা কীভাবে আইনপ্রয়োগকারী সংস্থা থেকে পাওয়া তথ্যের অনুরোধ সামলাই সে সম্পর্কে আরো তথ্যের জন্য অনুগ্রহ করে আমাদের আইনপ্রয়োগ নির্দেশিকা, গোপনীয়তা নীতি , ও পরিষেবার শর্তাবলী দেখুন।

যুক্তরাষ্ট্রের অপরাধ-সংশ্লিষ্ট আইনি অনুরোধ
যুক্তরাষ্ট্রের আইনি প্রক্রিয়া অনুসারে ব্যবহারকারীর তথ্যের জন্য অনুরোধ।

বিভাগ

অনুরোধসমূহ

অ্যাকাউন্ট শনাক্তকারীসমূহ

অনুরোধের শতাংশ যেখানে কিছু ডেটা উৎপাদিত হয়েছিল

মোট

7,235

12,308

85%

সপিনা (আদালতে হাজির থাকার আদেশপত্র)

1,944

4,103

82%

PRTT

68

97

96%

আদালতের আদেশ

219

441

85%

তল্লাশি পরোয়ানা

4,241

6,766

88%

EDR

755

885

77%

তার ট্যাপ করার আদেশ

8

16

100%

সমন

73

337

89%

আন্তর্জাতিক সরকারের কাছ থেকে তথ্যের অনুরোধ
যুক্তরাষ্ট্রের বাইরে অন্য রাষ্ট্রের সরকারি সংস্থা থেকে ব্যবহারকারীর তথ্যের জন্য অনুরোধ।

দেশ

জরুরী অনুরোধ

জরুরি অনুরোধের জন্য অ্যাকাউন্ট শনাক্তকারীসমূহ

Percentage of emergency requests where some data was produced for Emergency Requests Percentage of emergency requests where some data was produced

অন্যান্য তথ্যের অনুরোধসমূহ

অন্যান্য অনুরোধের জন্য অ্যাকাউন্ট শনাক্তকারীসমূহ

অন্যান্য তথ্যের অনুরোধের শতাংশ যেখানে কিছু ডেটা উৎপাদিত হয়েছিল

মোট

211

247

67%

424

669

1%

আর্জেন্টিনা

0

0

প্রযোজ্য নয়

3

5

0%

অস্ট্রেলিয়া

1

1

100%

8

10

0%

অস্ট্রিয়া

0

0

প্রযোজ্য নয়

3

6

0%

ব্রাজিল

0

0

প্রযোজ্য নয়

2

5

0%

কানাডা

65

72

75%

5

5

0%

ডেনমার্ক

2

2

50%

16

23

0%

ফ্রান্স

23

30

65%

89

108

0%

জার্মানি

0

0

প্রযোজ্য নয়

48

69

0%

আইসল্যান্ড

0

0

প্রযোজ্য নয়

2

2

0%

ভারত

0

0

প্রযোজ্য নয়

15

21

0%

আয়ারল্যাণ্ড

3

3

100%

0

0

প্রযোজ্য নয়

Israel

1

1

0%

0

0

প্রযোজ্য নয়

লিথুয়ানিয়া

0

0

প্রযোজ্য নয়

1

1

0%

লাক্সেমবার্গ

0

0

প্রযোজ্য নয়

1

1

0%

নেদারল্যান্ডস

1

5

0%

0

0

প্রযোজ্য নয়

নরওয়ে

2

1

0%

13

71

0%

ওমান

0

0

প্রযোজ্য নয়

1

1

0%

পাকিস্তান

0

0

প্রযোজ্য নয়

1

1

0%

প্যারাগুয়ে

0

0

প্রযোজ্য নয়

1

4

0%

পোল্যান্ড

1

1

0%

2

3

0%

সিঙ্গাপুর

1

1

0%

4

4

0%

স্পেন

0

0

প্রযোজ্য নয়

3

3

0%

সুইডেন

1

2

0%

20

38

0%

সুইজারল্যান্ড

4

6

100%

4

5

25%

ইউকে

106

122

63%

175

244

2%

ইউক্রেন

0

0

প্রযোজ্য নয়

1

29

0%

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা-সংশ্লিষ্ট অনুরোধ
জাতীয় নিরাপত্তার আইনি প্রক্রিয়া অনুসারে ব্যবহারকারীর তথ্যের জন্য অনুরোধ।

জাতীয় নিরাপত্তা

অনুরোধসমূহ

অ্যাকাউন্ট শনাক্তকারীসমূহ*

NSLসমূহ এবং FISA-এর আদেশ/নির্দেশসমূহ

O-249

0-249

কনটেন্ট সরানোর জন্য সরকারি অনুরোধ
এই অংশে সরকারি কোনো সংস্থা কর্তৃক কনটেন্ট সরানোর সেই সব দাবি চিহ্নিত করা হয় যেগুলো এমন কনটেন্টের বিষয়ে থাকে যা আমাদের পরিষেবার শর্তাবলী বা কমিউনিটি নির্দেশিকা অনুসারে অনুমোদনযোগ্য।

রিপোর্ট করার সময়কাল

সরানোর অনুরোধসমূহ

অনুরোধের প্রেক্ষিতে কিছু কনটেন্ট সরানো হয়েছে এমন ঘটনার শতকরা হার

জানুয়ারি 1, 2018 - জুন 30, 2018

0

প্রযোজ্য নয়

দ্রষ্টব্য: যদিও কোনো সরকারি সংস্থা যখন কনটেন্ট সরানোর অনুরোধ করে তখন আমরা কনটেন্ট মুছে ফেলার সময় সেটা আমাদের নীতি লঙ্ঘন করে কিনা তা সাধারণত প্রাতিষ্ঠানিকভাবে ট্র্যাক করিনা, আমাদের ধারণা সেটা অত্যন্ত বিরল ঘটনা। যে কনটেন্ট কোনো নির্দিষ্ট দেশে অবৈধ, কিন্তু তা আমাদের নীতি লঙ্ঘন করে না, সে কনটেন্ট আমরা যখন সীমাবদ্ধ করার প্রয়োজন বোধ করি তখন সেটা সারা বিশ্বের জন্য মুছে না ফেলে ভৌগলিকভাবে তাতে প্রবেশাধিকার সীমাবদ্ধ করার চেষ্টা করি।

কপিরাইট করা কনটেন্ট সরিয়ে ফেলার নোটিশ (ডিএমসিএ)
এই অংশে ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্টের আওতায় কনটেন্ট সরিয়ে ফেলার যেসব বৈধ নোটিশ আমরা পেয়েছি তা তুলে ধরা হয়।

ডিএমসিএ কনটেন্ট সরিয়ে ফেলার নোটিশ

অনুরোধের প্রেক্ষিতে কিছু কনটেন্ট সরানো হয়েছে এমন ঘটনার শতকরা হার

43

70%

ডিএমসিএ পাল্টা-নোটিশ

অনুরোধের প্রেক্ষিতে কিছু কনটেন্ট পুনর্বহাল করা হয়েছে এমন ঘটনার শতকরা হার

0

প্রযোজ্য নয়

"অ্যাকাউন্ট সনাক্তকারক" তুলে ধরে আইনি প্রকিয়ায় ব্যবহারকারীর তথ্যের জন্য অনুরোধ করার সময় আইনপ্রয়োগকারী সংস্থা কর্তৃক সুনির্দিষ্ট সনাক্তকারকের সংখ্যা (যেমন ইউজারনেম, ইমেইল ঠিকানা, ফোন নম্বর, ইত্যাদি)। কিছু আইনি প্রক্রিয়ায় একাধিক সনাক্তকারক থাকতে পারে। কিছু কিছু ক্ষেত্রে একাধিক সনাক্তকারক কেবল একটি অ্যাকাউন্টকে সনাক্ত করতে পারে। যেসব ক্ষেত্রে একাধিক অনুরোধে একটিমাত্র সনাক্তকারক সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয় সেসব ক্ষেত্রে প্রতিটি ঘটনা অন্তর্ভূক্ত থাকে।