Snap বাণিজ্যিক কনটেন্ট নীতি
কার্যকর: ১৪ ডিসেম্বর, ২০২৩
Snap বাণিজ্যিক কনটেন্ট নীতি
কার্যকর: ১৪ ডিসেম্বর, ২০২৩
Snapchat হল এমন একটি অ্যাপ যা সকলকে নিজেদের প্রকাশ করতে, মুহূর্তে বেঁচে থাকতে, বিশ্ব সম্পর্কে জানতে এবং একসঙ্গে মজা করতে ক্ষমতা প্রদান করে৷ Snapchatter-রা মজা করবে এবং সেই সাথে নিরাপদ থাকবে - এটাই আমাদের চাওয়া, আর সেই লক্ষ্যের উপর ভিত্তি করেই আমরা আমাদের নীতিমালা গড়ে তুলেছি। এই বাণিজ্যিক কনটেন্ট নীতি Snap প্ল্যাটফর্মে কনটেন্ট ছাড়াও Snap দ্বারা পেশ করা বিজ্ঞাপন, যা স্পনসর করা হয়, প্রচার করা হয় বা কোনো ব্র্যান্ড, প্রোডাক্ট, পণ্য বা পরিষেবার (আপনার নিজস্ব ব্র্যান্ড বা ব্যবসা সহ) এবং আর্থিক মূল্য বা বিনামূল্যের উপাহার প্রাপ্তির বিনিময়ে আপনি পোস্ট করেছেন, এমন কনটেন্টের উপর প্রযোজ্য হবে।
আপনাকে অবশ্যই Snap-এর পরিষেবার শর্তাবলী ও কমিউনিটি নির্দেশিকাসমূহ এবং আমাদের পরিষেবা ব্যবহার নিয়ন্ত্রণকারী Snap-এর অন্য সকল নীতি মেনে চলতে হবে। আমরা প্রয়োজন অনুযায়ী আমাদের শর্তাবলী, নীতি ও নির্দেশিকা আপডেট করতে পারি, তাই অনুগ্রহ করে নিয়মিত এগুলোর খোঁজ-খবর রাখুন ও পর্যালোচনা করুন।
আপনি অবশ্যই আপনার কনটেন্টে প্রচারিত ব্র্যান্ড, পণ্য ও সেবার ক্ষেত্রে সততার পরিচয় দিবেন; বিভ্রান্তকারী, প্রতারণামূলক বা আপত্তিকর কনটেন্ট অবশ্যই এড়িয়ে চলবেন এবং আমাদের ব্যবহারকারীদের গোপনীয়তায় কখনোই কোনো ছাড় দিতে পারবেন না।
আপনার কনটেন্টটি বা সেই কন্টেন্ট যে ব্র্যান্ড, পণ্য বা পরিষেবা প্রচার করে তা 13+ Snapchatter-দের জন্য উপযুক্ত কি না সেটি নিশ্চিত করার দায়িত্ব আপনার। আমরা আপনাকে বয়স অনুযায়ী পণ্য টার্গেট করার সুবিধা প্রদান করতে পারি। সেই কন্টেন্টের জন্য যদি এই নীতিতে বয়স লক্ষ্য করার প্রয়োজন হয়, অথবা প্রযোজ্য আইন অনুযায়ী বা যে অঞ্চলে সামগ্রীটি চলবে সেখানকার শিল্পের মানদন্ড অনুযায়ী প্রয়োজন হয় তবে আপনি সেই লক্ষ্য সঠিকভাবে ব্যবহার করার জন্য এবং সঠিক বয়স(গুলি) নির্বাচন করার জন্য দায়ী থাকবেন, এবং আপনি তা করতে ব্যর্থ হলে আমরা দায়বদ্ধ থাকব না। যদি প্রয়োজনীয় বয়স নির্ধারণ করার বিকল্প না পাওয়া যায় তাহলে, সেই সামগ্রীটি পোস্ট করবেন না।
বাণিজ্যিক সামগ্রী যা আবাসন, ঋণ বা কর্মসংস্থান বিষয়ক কন্টেন্ট যেগুলো কোনো নির্দিষ্ট জাতি, সম্প্রদায়, ধর্ম বা বিশ্বাস, জাতীয়তা, বয়স, যৌন অভিমুখীতা, লিঙ্গ, লিঙ্গভিত্তিক পরিচয় বা অভিব্যক্তি, অক্ষমতা বা অবস্থা, বা একটি সুরক্ষিত শ্রেণীর কোনো সদস্যের দিকে নির্দেশিত বা লক্ষ্যবস্তু (যদি প্রযোজ্য হয়) করা হয় তবে তা অনুমোদিত নয়৷
আপনার কনটেন্ট বা প্রকাশিত সবকিছুই যেন প্রযোজ্য সকল আইন, সংবিধি, অধ্যাদেশ, বিধান, জনশৃঙ্খলা বিধি, শিল্পনীতি ও নিয়মকানুন মেনে চলে সেটি নিশ্চিত করার দায়িত্বও আপনার।
সকল ঘোষণা, ডিসক্লেইমার ও সতর্কতা অবশ্যই সুস্পষ্ট ও লক্ষণীয় হবে।
বাণিজ্যিক কনটেন্টে অবশ্যই কনটেন্টের বাণিজ্যিক ধরন এবং প্রচার করা কোনো ব্র্যান্ড থাকলে তা শনাক্ত করতে হবে। এছাড়া এই কনটেন্ট লেবেল করার জন্য আপনাকে অবশ্যই Snap-এ পেইড পার্টনারশিপ টুল ব্যবহার করতে হবে এবং যদি প্রয়োজন হয়, তাহলে আপনাকে অবশ্যই প্রযোজনীয় ডিসক্লেইমার বা ওয়াটারমার্ক অন্তর্ভুক্ত করে ইঙ্গিত করতে হবে যে আপনার বাণিজ্যিক কনটেন্ট রিটাচ করা হয়েছে।
কখন আপনাকে পেইড পার্টনারশিপ টুল ব্যবহার করতে হবে, তার কিছু উদাহরণ এখানে দেওয়া হলো:
আপনি এমন একজন ক্রিয়েটর, যিনি রোলার স্কেটিং ভিডিও তৈরি করেন। একটি রোলার স্কেট ব্র্যান্ড, একটি Snap-এ তাদের ব্র্যান্ড উল্লেখ করার জন্য আপনাকে টাকা পাঠাচ্ছে।
আপনাকে কি “পেইড পার্টনারশিপ” লেবেল প্রয়োগ করতে হবে? হ্যাঁ, তার কারণ আপনাকে প্রচার করার জন্য পেমেন্ট করা হয়েছে।
রোলার স্কেট ব্র্যান্ডটি আপনাকে অর্থ পাঠায়নি, তবে তারা আপনাকে বিনামূল্যে এক জোড়া রোলার স্কেট পাঠিয়ে অনুরোধ করেছে যে আপনি সেগুলো পছন্দ করলে, তার একটা রিভিউ যেন করেন।
আপনাকে কি “পেইড পার্টনারশিপ” লেবেল প্রয়োগ করতে হবে? হ্যাঁ, যেহেতু আপনি প্রচারের বিনিময়ে মূল্যবান কিছু (স্কেট) পেয়েছেন।
রোলার স্কেট ব্র্যান্ড আপনাকে স্কেটগুলো রাখার জন্য দেয়নি, তবে আপনি যদি কোথাও তাদের ব্র্যান্ডের নাম উল্লেখ করেন বা লোগো দেখান, তাহলে তারা আপনারে ভিডিওর জন্য কিছু স্কেট ধার দিতে পারে।
আপনাকে কি “পেইড পার্টনারশিপ” লেবেল প্রয়োগ করতে হবে? হ্যাঁ।
আপনি কিছু স্কেট কিনলেন সেগুলো রিভিউ করার জন্য, আপনি অন্য স্কেট ব্র্যান্ডের জন্যও এমনটা করেন।
আপনাকে কি “পেইড পার্টনারশিপ” লেবেল প্রয়োগ করতে হবে? না, কারণ ব্র্যান্ড আপনাকে কোনোভাবেই পেমেন্ট করছে না।
আপনি রোলার স্কেট তৈরি এবং বিক্রি করেন।
আপনাকে কি “পেইড পার্টনারশিপ” লেবেল প্রয়োগ করতে হবে? হ্যাঁ, এটা প্রকাশ করার জন্য যে রোলার স্কেটগুলোর প্রচার করার জন্য আপনার কোনো স্বার্থ রয়েছে।
আপনাকে বুঝতে হবে যে আপনার পাবলিক প্রোফাইলে পোস্ট করা যেকোনো বাণিজ্যিক সামগ্রী Snapchat-এর 'আপনার জন্য' সেকশনে দেওয়া হতে পারে, এই প্রেক্ষিতে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার দেওয়া সকল ঘোষণাই সঠিক। গল্প, স্পটলাইট, ম্যাপ বা অ্যাপের অন্যান্য ক্ষেত্রগুলিতে আপনার বাণিজ্যিক কনটেন্ট সর্বাধিক সম্ভাব্য দর্শক-শ্রোতার কাছে পৌঁছানোর জন্য, সেই প্রসঙ্গে আপনার প্রকাশগুলি দৃশ্যমান এবং উপযুক্ত হতে হবে। উদাহরণস্বরূপ: আপনি যদি বাণিজ্যিক সামগ্রী হিসেবে 6টি Snap পোস্ট করেন, কিন্তু যদি শুধুমাত্র প্রথম Snap বাণিজ্যিক প্রকৃতি প্রকাশ করে, তাহলে শুধুমাত্র প্রথম Snap আপনার পাবলিক প্রোফাইলের বাইরে পরিবর্ধনের জন্য যোগ্য হবে৷
আপনি যদি Snapchatter-দের কাছে ব্যক্তিগত তথ্যের জন্য জিজ্ঞাসা করেন, তাহলে আপনাকে অবশ্যই স্পষ্ট করে দিতে হবে যে Snap নয় বরং আপনিই, ডেটা সংগ্রহ করছেন, এবং যেখানে কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয় সেখানে আপনাকে একটি গোপনীয়তা নীতি সহজলভ্য করতে হবে।
জাতি বা সাম্প্রদায়িক উৎপত্তি, রাজনৈতিক মতামত, ধর্মীয় বা দার্শনিক বিশ্বাস, ট্রেড-ইউনিয়নের সদস্যপদ, স্বাস্থ্য, যৌন জীবন বা চিকিৎসার ইতিহাস সম্পর্কে বাণিজ্যিক কনটেন্ট কোনো তথ্য সংগ্রহ করতে পারবে না।
ব্যক্তিগত তথ্য অবশ্যই নিরাপদে সংগ্রহ ও প্রক্রিয়াকরণ করতে হবে।
বাণিজ্যিক সামগ্রী কোনো ব্যক্তি বা সত্তার বৌদ্ধিক সম্পত্তি, গোপনীয়তা, প্রচারাধিকার বা অন্যান্য আইনি অধিকার লঙ্ঘন করতে পারবে না। আপনার কনটেন্টে ব্যবহৃত সকল উপাদানের জন্য সব ধরণের প্রয়োজনীয় অধিকার ও অনুমতি থাকতে হবে; মিউজিক, লেন্স ও জিওফিল্টারের মত Snap-এর কনটেন্টও এর মধ্যে পড়ে। ব্যক্তি বা ব্র্যান্ডের সম্মতি ছাড়া তাদের নাম, সাদৃশ্য (দেখতে একরকম সহ), কণ্ঠস্বর (শুনতে একরকম সহ) বা অন্যান্য শনাক্তকরণযোগ্য বৈশিষ্ট্য ফিচার করা যাবে না।
আপনার যদি মনে হয় যে Snapchat-এ প্রকাশিত বাণিজ্যিক কনটেন্ট দ্বারা আপনার কপিরাইট, ট্রেডমার্ক বা প্রচারাধিকার লঙ্ঘিত হয়েছে, তাহলে আমরা আপনাকে সরাসরি প্রকাশকের সাথে যোগাযোগ করে এর সমাধান বের করার চেষ্টা করতে উৎসাহিত করি। এছাড়া স্বত্বাধিকারী ও তাদের এজেন্টরা এখানে মেধাস্বত্ব লঙ্ঘনের বিষয়ে Snap-এর কাছে রিপোর্ট করতে পারেন। আমরা এইসব অভিযোগ অত্যন্ত গুরুত্বসহকারে গ্রহণ করি।
বাণিজ্যিক কনটেন্ট Snap বা এর পণ্যের সাথে কোনো সম্পর্ক অথবা অনুমোদন নির্দেশ করবে না। এর মানে Snapchat ব্র্যান্ড নির্দেশিকা বা Bitmoji ব্র্যান্ড নির্দেশিকায় অনুমোদন অনুমোদন ব্যতীত, বাণিজ্যিক কনটেন্টের ক্ষেত্রে Snap-মালিকানাধীন ট্রেডমার্ক, Bitmoji আর্টওয়ার্ক বা Snapchat ব্যবহারকারী ইন্টারফেসের উপস্থাপন করা যাবে না। বাণিজ্যিক কনটেন্টে Snap-মালিকানাধীন কোনো ট্রেডমার্কের পরিবর্তিত বা বিভ্রান্তিকরভাবে একইরকম কোনো প্রতিরূপ থাকতে পারবে না।
Snapchat-এ প্রচার Snap-এর প্রচার বিধিমালার শর্তাধীন।
বাণিজ্যিক সামগ্রী যা অ্যালকোহলের প্রচার করে তা অবশ্যই যেখানে সামগ্রীটি প্রদর্শিত হচ্ছে সেখানকার প্রযোজ্য আইনে মদ্যপানের জন্য নির্ধারিত বয়সের নিচের কাউকে নির্দেশিত করা যাবে না, অথবা এমন জায়গায় প্রচার করা যাবে না যেখানে এই ধরনের সামগ্রী অনুমোদিত নয়৷ আপনাকে অবশ্যই উপলব্ধ বিকল্পগুলি থেকে বেছে নিতে হবে। এতে অ্যালকোহলের অত্যধিক বা দায়িত্বজ্ঞানহীন ব্যবহার বা মাতাল অথবা অন্যথায় নেশাগ্রস্ত ব্যক্তিদের চিত্রিত করা যাবে না।
বাণিজ্যিক সামগ্রী যা একটি ডেটিং পরিষেবার প্রচার করে তা অবশ্যই 18 বছরের কম বয়সী কাউকে উদ্দেশ্য করে করা যাবে না। আপনাকে অবশ্যই উপলব্ধ বিকল্পগুলি থেকে বেছে নিতে হবে। এই ধরনের বিষয়বস্তু অবশ্যই প্রকাশ্যভাবে অশ্লীল হওয়া যাবে না, লেনদেনের মাধ্যমে সাহচর্যের উল্লেখ থাকা যাবে না, বিশ্বাসঘাতকতার প্রচার বা গ্ল্যামারাইজ করা যাবে না, অথবা এমন ব্যক্তিদের চিত্রিত করা উচিত হবে না যারা পরিষেবাটি ব্যবহার করার জন্য খুবই কম বয়সী, বা দেখতে কম বয়সী। অনলাইন ডেটিং পরিষেবার জন্য নিম্নোক্ত দেশগুলোর উদ্দেশ্যে তৈরি কোনো কনটেন্ট Snap অনুমোদন করে না: আলজেরিয়া, বাহরাইন, মিশর, গাজা ও পশ্চিম তীর, ইরাক, জাপান, জর্ডান, কুয়েত, লেবানন, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তিউনিশিয়া ও সংযুক্ত আরব আমিরাত।
বাণিজ্যিক সামগ্রী যা ওজন কমানোর পণ্য বা পরিষেবাগুলির প্রচার করে তা অবশ্যই 18 বছরের কম বয়সী কাউকে উদ্দেশ্য করে করা যাবে না৷ আপনাকে অবশ্যই উপলব্ধ বিকল্পগুলি থেকে বেছে নিতে হবে। এই ধরনের বিষয়বস্তুতে অবশ্যই মিথ্যা দাবি অথবা সংশ্লিষ্ট স্বাস্থ্য এবং পুষ্টিগুণ দাবি সহ খাদ্য পণ্যের ভুল বর্ণনা থাকা যাবে না।
বাণিজ্যিক সামগ্রী যা জুয়া পরিষেবার প্রচার করে তা অবশ্যই প্রযোজ্য আইনে যেখানে সামগ্রীটি প্রদর্শিত হচ্ছে সেখানে জুয়া খেলার জন্য নির্ধারিত বয়সের নিচের কাউকে নির্দেশিত করা যাবে না, অথবা এমন জায়গায় যেখানে এই ধরনের সামগ্রী অনুমোদিত নয়৷ আপনাকে অবশ্যই উপলব্ধ বিকল্পগুলি থেকে বেছে নিতে হবে।
বাণিজ্যিক সামগ্রী যা কিছু জটিল আর্থিক পণ্যের প্রচার করে, যার মধ্যে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট এবং ট্রেডিং প্ল্যাটফর্ম অন্তর্ভুক্ত থাকতে পারে, তা অবশ্যই যেখানে সামগ্রীটি প্রদর্শিত হচ্ছে সেখানকার প্রযোজ্য আইন অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক কাউকে নির্দেশিত করা যাবে না বা যেখানে এই ধরনের সামগ্রী অনুমোদিত নয় সেখানেও নয়। আপনাকে অবশ্যই উপলব্ধ বিকল্পগুলি থেকে বেছে নিতে হবে।
অনলাইন ফার্মেসি, ব্যবস্থাপত্রে নির্দেশিত ওষুধ, ব্যবস্থাপত্র ছাড়া বৈধভাবে বিক্রি হওয়া ওষুধ, সুস্বাস্থ্য ও ডায়েটের জন্য সম্পূরক খাদ্য, কনডম, হরমোন জাতীয় গর্ভনিরোধক বা কসমেটিক সার্জারি/পদ্ধতি সহ অন্যান্য ওষুধজাতীয় পণ্য ও পরিষেবা প্রচার করে এমন বাণিজ্যিক সামগ্রী প্রযোজ্য আইনি বয়সের কম বয়সী কারো উদ্দেশ্যে তৈরি করা যাবে না যেখানে এই সামগ্রী প্রদর্শিত হচ্ছে বা এমন জায়গায় যেখানে এই ধরনের সামগ্রী অনুমোদিত নয়। আপনাকে অবশ্যই উপলব্ধ বিকল্পগুলি থেকে বেছে নিতে হবে।
নিম্নলিখিত বিষয়গুলোর সাথে সম্পর্কিত বাণিজ্যিক সামগ্রী অনুমোদিত নয়:
নির্বাচন সম্পর্কিত সামগ্রীর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে প্রার্থী বা পাবলিক অফিসের দলগুলি সম্পর্কিত ব্যালট উপস্থাপন বা গণভোট, রাজনৈতিক ক্রিয়া কমিটি এবং এমন সামগ্রী যেখানে মানুষদের ভোট দেওয়ার বা নিবন্ধনের জন্য অনুরোধ করা হয়।
প্রতিরক্ষা বা ইস্যু সামগ্রী সংক্রান্ত সমস্যা বা সংস্থা সম্পর্কিত যা স্থানীয়, জাতীয় বা বিশ্বস্তরে বা জনগুরুত্বপূর্ণ বিতর্কের বিষয়। উদাহরণগুলির মধ্যে রয়েছে: গর্ভপাত, অভিবাসন, পরিবেশ, শিক্ষা, বৈষম্য এবং বন্দুক সম্পর্কিত সামগ্রী৷
Snapchatter-গণ তাদের নিজস্ব রাজনৈতিক মতামত প্রকাশের জন্য স্বাধীন, কিন্তু Snap অর্থ লেনদেনের মধ্যমে রাজনৈতিক বার্তাপ্রদানের প্রচারকে প্রথাগত বিজ্ঞাপন ফর্ম্যাটে সীমাবদ্ধ করে। এটি আমাদের কমিউনিটির প্রতি দায়িত্বশীল থাকতে এবং স্বচ্ছতা বজায় রাখার জন্য। রাজনৈতিক বিজ্ঞাপন সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য, অনুগ্রহ করে আমাদের বিজ্ঞাপনের নীতিসমূহ দেখুন।
অনুগ্রহ করে আমাদের কমিউনিটি নির্দেশিকাসমূহের সাথে নিজেকে পরিচিত করে তুলুন, যেগুলি বাণিজ্যিক সামগ্রী সহ Snapchat-এর সকল সামগ্রীর জন্য সীমারেখার মানদণ্ড। বাণিজ্যিক বিষয়বস্তু প্রসঙ্গে, আমরা আরও নিষেধ করি:
যে কোনো ধরনের যৌন আবেদন
যেকোন প্রেক্ষাপটে যৌনাঙ্গের চিত্র বা গ্রাফিক বর্ণনা, উন্মুক্ত স্তনবৃন্ত বা খোলা নিতম্ব, বা আংশিক-অস্পষ্ট নগ্নতা (যেমন, বডি পেইন্ট বা ইমোজি ছাড়া নগ্ন ব্যক্তি)
যেকোন প্রেক্ষাপটে নির্দিষ্ট যৌনকর্মের চিত্রায়ন বা উল্লেখ। এর মধ্যে এমন অঙ্গভঙ্গি রয়েছে যা প্রপস সহ বা ছাড়াই একটি নির্দিষ্ট যৌনকর্ম অনুকরণ করে
ডেটিং পরিষেবা যা নৈমিত্তিক যৌন মিলনের উপর জোর প্রদান করে
প্রাপ্তবয়স্কদের বিনোদন (যেমন, পর্নোগ্রাফি, যৌন লাইভ স্ট্রিম, স্ট্রিপ ক্লাব, ব্যঙ্গ-রচনা)
অ-সম্মতিমূলক যৌন উপাদান (ট্যাবলয়েড যা ফাঁস হওয়া, ব্যক্তিগত, ইঙ্গিতপূর্ণ ছবি প্রকাশ করে এমন
যৌন জুলুমের বর্ণনা, বা ভিত্তিহীন উল্লেখ
উৎপীড়ন করা বা লজ্জাজনক কার্যকলাপ। যেমন: ফিটনেস সম্পর্কিত বাণিজ্যিক কনটেন্ট কারো শরীরের আকৃতি বা আকারের ভিত্তিতে কাউকে ছোট করতে পারবে না।
অপবিত্রতা, অশ্লীলতা এবং অশ্লীল অঙ্গভঙ্গি
কোনো পণ্য বা পরিষেবা কেনার জন্য কাউকে ভয় দেখানো বা ভয় দেখানোর চেষ্টা
সংবাদ বা ডকুমেন্টারি প্রসঙ্গের বাইরে গ্রাফিক, বাস্তব জীবনে জুলুম
আত্ম-ক্ষতি, যুদ্ধ, হত্যা, অপব্যবহার বা পশু নির্যাতনের মত সহিংসতার প্রশংসা করা
গুরুতর শারীরিক ক্ষতির বিরক্তিকর, গ্রাফিক চিত্র যা মৃত্যু বা দীর্ঘমেয়াদী আঘাতের কারণ হতে পারে।
প্রতারণামূলক দাবি, অফার, কার্যকারিতা বা ব্যবসায়িক অনুশীলন সহ মিথ্যা বা বিভ্রান্তিকর কনটেন্ট
জাল নথি বা শংসাপত্র, বা জাল পণ্য সহ জালিয়াতি পণ্য বা পরিষেবার প্রচার
Snapchat এর ফিচার বা বৈশিষ্ট্য কার্যকারিতা বা আবির্ভাব অনুকরণ করে এমন সামগ্রী তৈরি বা শেয়ার করা
প্রতারণামূলক কল থেকে অ্যাকশন, বা প্রচারিত ব্র্যান্ড বা সামগ্রীর সাথে সম্পর্কহীন ল্যান্ডিং পেজ বা পরিবর্তিত লিঙ্ক
ক্লোকিং, অন্যথায় ল্যান্ডিং পেজ অ্যাক্সেস সীমিত করা, বা পর্যালোচনা এড়ানোর প্রয়াসে জমা দেওয়ার পরে URL সামগ্রীতে পরিবর্তন করা
অসৎ আচরণকে উৎসাহিত করা। (যেমন, জাল আইডি সম্পর্কিত বাণিজ্যিক সামগ্রী, চুরি, প্রবন্ধ লিখন পরিষেবা)
পণ্য সরবরাহ না করা, বা শিপিং বিলম্ব বা তালিকার সীমাবদ্ধতা ভুলভাবে উপস্থাপন করা
এমন পণ্য বা সেবা, যা প্রধানত নকল পণ্য হিসাবে বিক্রয়ের জন্য তৈরি করা হয়, যেমন ডিজাইনার বা প্রাতিষ্ঠানিকভাবে লাইসেন্স করা পণ্য বা সেবার নকল
সেলিব্রিটিদের মিথ্যা সাক্ষ্য বা ব্যবহার নির্দেশকারী পণ্য বা সেবা
বিভ্রান্তিকর আর্থিক পণ্য যেমন পেডে লোন, প্রতারণামূলক ধার, আর্থিক পণ্য বা সেবা সম্পর্কিত ইনসাইডার টিপস, দ্রুত ধনী হওয়ার অফার, পিরামিড স্কিম অথবা অন্যান্য বিভ্রান্তিকর বা সত্য হওয়ার সম্ভাবনা নেই এমন অকল্পনীয় আর্থিক অফার,
একটি নির্দিষ্ট জাতি, জাতিগত, সংস্কৃতি, দেশ, বিশ্বাস, জাতীয় উৎস, বয়স, যৌন অভিযোজন, লিঙ্গ, লিঙ্গ পরিচয় বা অভিব্যক্তি, অক্ষমতা বা অবস্থা, বা একটি সুরক্ষিত শ্রেণীর কোনো সদস্যের প্রতি ঘৃণা প্রদর্শন করে, অবমাননা করে, বৈষম্য করে বা দেখায় এমন সামগ্রী
বেআইনি কার্যকলাপকে (আচরণ, পণ্য, বা উদ্যোগ) সহজতর করা বা উৎসাহিত করা। উদাহরণস্বরূপ:
অবৈধভাবে বন্যপ্রাণীর ব্যবসা বা বিপন্ন অথবা ঝুঁকিপূর্ণ প্রজাতির প্রাণী থেকে উৎপাদিত পণ্য ও পরিষেবার প্রচার
এমন পণ্য বা সেবা, যা প্রধানত অন্যের মেধাস্বত্ব লঙ্ঘন করতে ব্যবহৃত হয়, যেমন কপিরাইট সুরক্ষা কৌশল ফাঁকি দেওয়ার জন্য তৈরি করা পণ্য বা সেবা (উদাহরণস্বরূপ সফটওয়্যার বা কেবল সিগন্যাল ডিস্ক্র্যাম্বলার)
বিপজ্জনক বা ক্ষতিকারক কার্যকলাপসমূহে অংশগ্রহণকে উৎসাহিত করা বা তালিকাভুক্ত করা, যেমন গাড়ি চালানোর সময় Snapping করা বা অখাদ্য খাবার খাওয়া।
মাদকের ব্যবহার বা ফার্মাসিউটিক্যালসের বিনোদনমূলক ব্যবহারের চিত্রণ।
জনস্বাস্থ্য বিষয়ক প্রচার বা ধূমপান ছাড়ানো ছাড়া, ধূমপান বা ভেপিংয়ের চিত্রণ।
যে সব কনটেন্ট অস্ত্র এবং বিস্ফোরক এবং সংশ্লিষ্ট সরঞ্জাম প্রচার করে। এর মধ্যে রয়েছে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, আতশবাজি, যুদ্ধের ছুরি এবং মরিচ স্প্রে।