Snapchat+ সাবস্ক্রিপশন উপহার দেওয়ার শর্তাবলী

কার্যকর: ১৫ আগস্ট, ২০২৩

পরিচয়পর্ব

অনুগ্রহ করে এই Snapchat+ উপহার দেওয়ার শর্তাবলী ("Snapchat+ উপহার দেওয়ার শর্তাবলী") পড়ুন। এই Snapchat+ উপহার দেওয়ার শর্তাবলী আপনার এবং Snap এর মধ্যে একটি আইনি বাধ্যতামূলক চুক্তি তৈরি করে এবং তা আপনার Snapchat+ এর সাবস্ক্রিপশন ("Snapchat+ সাবস্ক্রিপশন") কেনা ও অন্য কোনো Snapchat ব্যবহারকারীকে উপহার দেওয়া নিয়ন্ত্রণ করে। এই Snapchat+ উপহার দেওয়ার শর্তাবলীতে Snapchat+ সাবস্ক্রিপশনের শর্তাবলী এবং প্রযোজ্য অন্য কোনো শর্তাবলী, নির্দেশিকা ও নীতিমালা উল্লেখ করার মাধ্যমে আওতাভুক্ত করে নেওয়া হয়। অন্য যেকোনো শর্তাবলীর সঙ্গে এই Snapchat+ উপহার দেওয়ার শর্তাবলী সাংঘর্ষিক হলে, এই Snapchat+ সাবস্ক্রিপশন উপহার দেওয়ার ক্ষেত্রে Snapchat+ উপহার দেওয়ার শর্তাবলী নিয়ন্ত্রণ করবে। Snap পরিষেবার শর্তাবলী অনুসারে Snapchat+ সাবস্ক্রিপশন উপহার দেওয়ার সক্ষমতা হলো Snap-এর "পরিষেবার" অংশ।

1. সাবস্ক্রিপশন উপহার ক্রয়

আমরা আপনাকে পরিষেবাদির মাধ্যমে একটি প্রিপেইড Snapchat+ সাবস্ক্রিপশন কিনে অন্য কোনো Snapchat ব্যবহারকারীকে উপহার দেওয়ার সুযোগ দিতে পারি ("সাবস্ক্রিপশন উপহার")। আপনি সাবস্ক্রিপশন উপহার কিনতে পারেন পরিষেবাদির মাধ্যমে, অথবা আমরা মাঝে মাঝে অন্য যেসব উপায়ে কেনার সুযোগ দিতে পারি সেগুলোর মাধ্যমে, এবং Snapchat+ সাবস্ক্রিপশনের শর্তাবলীতে উল্লেখিত অর্থপ্রদানের শর্তাবলী দ্বারা আপনার যেকোনো ক্রয় নিয়ন্ত্রিত হবে। আপনি কোনো সাবস্ক্রিপশন উপহার কেনার পর, আপনার মনোনিত ব্যক্তিটি ("প্রাপক") আমাদের পরিষেবার মাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাবেন যে আপনি তার জন্য একটি সাবস্ক্রিপশন ক্রয় করেছেন, এবং তাঁকে পরিষেবাদিতে তাঁর সাবস্ক্রিপশন উপহার চালু করার অপশন দেওয়া হবে।

মোদ্দাকথা: আপনি প্রি-পেইড Snapchat+ সাবস্ক্রিপশন ক্রয় করতে পারেন এবং নিচের শর্তাবলীর সাপেক্ষে পরিষেবার অন্যান্য ব্যবহারকারীদেরকে উপহার দিতে পারেন।

2. সাবস্ক্রিপশন উপহার ভাঙ্গানো (ব্যবহার করা)

ক. সাবস্ক্রিপশন উপহার গ্রহণ ও ভাঙ্গানোর জন্য প্রাপকের আগে থেকেই Snapchat অ্যাকাউন্ট থাকতে হবে এবং আপনাকে অবশ্যই পরিষেবার মাধ্যমে বন্ধু হিসেবে তাদের সাথে যুক্ত করা হবে। প্রাপক কর্তৃক সাবস্ক্রিপশন উপহার কেবল পরিষেবাদির মাধ্যমে Snapchat অ্যাকাউন্ট ব্যবহার করে অথবা আমরা মাঝে মাঝে অন্য যেসব উপায় ব্যবহারের সুযোগ করে দিই সেগুলোর মাধ্যমে ভাঙ্গানো যাবে। সাবস্ক্রিপশন উপহার পাওয়া প্রাপক ব্যক্তিকে Snap পরিষেবার শর্তাবলী এবং প্রযোজ্য অন্য যেকোনো শর্তাবলী, নির্দেশিকা ও নীতিমালা মেনে Snapchat+ ব্যবহার করতে হবে।

খ. প্রাপক সাবস্ক্রিপশন উপহারটি ভাঙ্গানোর পর, সাবস্ক্রিপশন উপহারের মেয়াদকালে তাঁকে আর বিল দিতে হবে না। উপহার সাবস্ক্রিপশন নিম্নলিখিত সময়ে শুরু হবে: (i) যদি প্রাপকের ইতোমধ্যেই একটি পরিষোধকৃত, সক্রিয় Snapchat+ সাবস্ক্রিপশন থাকে, তবে তাদের বর্তমান বিলিংয়ের মেয়াদ শেষ হলে যদি না তাদের একটি সক্রিয় সাবস্ক্রিপশন অফার থাকে। সে ক্ষেত্রে সাবস্ক্রিপশন উপহার শুরু হবে সাবস্ক্রিপশন অফারের মেয়াদ শেষ হওয়ার পরে; (ii) যদি প্রাপকের কাছে কোনো সক্রিয় Snapchat+ সাবস্ক্রিপশন না থাকে তবে সাবস্ক্রিপশন উপহার ভাঙ্গানোর মুহূর্তে; অথবা (iii) যদি প্রাপকের কাছে ইতিমধ্যেই কোন সক্রিয় সাবস্ক্রিপশন উপহার থাকে তাহলে তার সময়সীমা শেষ হওয়ার পর (Snapchat+ সাবস্ক্রিপশন উপহার দেওয়ার শর্তাবলীতে উল্লেখিত যেকোনো বিধিনিষেধ সাপেক্ষে)।

গ. অন্যান্য Snapchat+ সাবস্ক্রিপশনের মতো সাবস্ক্রিপশন উপহার স্বয়ংক্রিয়ভাবে পুনর্নবীকরণ হয় না যদিনা প্রাপক: (i) Snapchat+ সাবস্ক্রিপশনের শর্তাবলী অনুসারে একটি পরিশোধযোগ্য Snapchat+ সাবস্ক্রিপশন কিনে তা পুনর্নবীকরণ করতে চান; অথবা (ii) তাঁর সাবস্ক্রিপশন উপহার পুনরুদ্ধার করে নেওয়ার সময় আগে থেকে কোনো পরিশোধিত সক্রিয় Snapchat+ সাবস্ক্রিপশন ছিল (সেই সময়ে তাঁর অ্যাকাউন্টে কোনো সচল সাবস্ক্রিপশন অফার আছে কি নাই তা নির্বিশেষে) এবং তার ভাঙ্গানো সকল সাবস্ক্রিপশন উপহার এর মেয়াদোত্তীর্ণ হওয়ার আগে তাঁর পরিশোধিত Snapchat+ সাবস্ক্রিপশন বাতিল করেননি। যদি প্রাপক সাবস্ক্রিপশন উপহারের মেয়াদ শেষ হওয়ার পরে তার Snapchat+ সাবস্ক্রিপশন পুনর্নবীকরণ করতে চান অথবা সাবস্ক্রিপশন উপহারের মেয়াদ শেষ হওয়ার আগে তার পরিশোধিত Snapchat+ সাবস্ক্রিপশন বাতিল না করেন, তবে সাবস্ক্রিপশন উপহারের মেয়াদ শেষ হলে তাকে Snapchat+ সাবস্ক্রিপশনের শর্তাবলী অনুসারে তার সাবস্ক্রিপশনের জন্য বিল করা হবে।

ঘ. প্রাপকগণ একবারে শুধুমাত্র একটি সাবস্ক্রিপশন উপহার ভাঙ্গাতে পারবেন, তা তারা যতগুলোই সাবস্ক্রিপশন উপহার পেয়ে থাকুন না কেন। সাবস্ক্রিপশন উপহার প্রদানের তারিখ থেকে 7 বছর অতিক্রান্ত হলে সাবস্ক্রিপশন উপহার ভাঙ্গানোর মেয়াদ শেষ হয়ে যাবে এবং এরপরে এটি প্রাপকের কাছে আর লভ্য থাকবে না আর যদি সাবস্ক্রিপশন উপহার আয়ত্বে নেওয়ার আগে মেয়াদোত্তীর্ণ হয়ে যায় তাহলে এর জন্য অর্থ ফেরত পাওয়ার অধিকার আর থাকবে না। এতে কোনো সার্ভিস ফি বা লুকানো ফি নাই।

মোদ্দাকথা: আপনি ও আপনার প্রাপক উভয়ের উপহার সাবস্ক্রিপশনের জন্য একটি Snapchat অ্যাকাউন্ট লাগবে এবং ক্রয় করার আগে আপনাকে অবশ্যই বন্ধু হিসেবে যুক্ত থাকতে হবে। প্রাপকের যদি Snapchat+ এ আগে থেকে সাবস্ক্রিপশন করার মাধ্যমে আংশিক সাবস্ক্রিপশন থাকে অথবা আগে থেকে এক বা একাধিক ভাঙ্গানো হয়নি এমন সাবস্ক্রিপশন উপহার থাকে, তাহলে উপরের নির্ধারিত সময় সাপেক্ষে আপনার উপহারের সাবস্ক্রিপশন শুরু হবে। উপহারের সাবস্ক্রিপশনের মেয়াদ শেষ হয়ে গেলে তা স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয় না যদি না প্রাপক আপনার উপহারের সাবস্ক্রিপশন ভাঙ্গানোর সময় Snapchat+ এ পেইড সাবস্ক্রিপশন চালু না করে থাকেন। ভাঙ্গানো হয়নি এমন উপহারের সাবস্ক্রিপশনের মেয়াদ উপহার দেওয়ার তারিখের 7 বছর পর শেষ হয়ে যাবে।

3. অর্থ ফেরত ও বিধিনিষেধ

সাবস্ক্রিপশন উপহার অন্য কোনো ব্যক্তি বা অ্যাকাউন্টের কাছে হস্তান্তর, বরাদ্দ, পুনরায় উপহার দেওয়া বা পুনর্বিক্রয় করা যাবে না এবং কেবল নির্দিষ্ট প্রাপকই তা পেতে পারবেন। সাবস্ক্রিপশন উপহার ফেরতযোগ্য নয়, নগদ অর্থের বিনিময়ে স্থানান্তরযোগ্য বা ব্যবহারযোগ্য নয়, যদিনা তা প্রযোজ্য আইন অনুযায়ী আবশ্যক হয়। যেকোনো সাবস্ক্রিপশন উপহার হস্তান্তরিত, বরাদ্দকৃত, পুনরায় উপহার দেওয়া বা পুনর্বিক্রয় করা হয়ে থাকলে তা Snap-এর নিজস্ব বিবেচনার ভিত্তিতে অবৈধ বলে বিবেচিত হতে পারে। Snap এর নিজস্ব বিবেচনায় যদি মনে হয় কোনো সাবস্ক্রিপশন উপহারকে জালিয়াতির মাধ্যমে বা অবৈধ উপায়ে ক্রয় বা সংগ্রহ করা হয়েছে বা কোনো জাতিয়াতি বা বেআইনি উদ্দেশ্যে ক্রয় বা সংগ্রহ করা হয়েছে, তাহলে সেটা Snap কর্তৃক অকার্যকর করে দেওয়া হতে পারে।

মোদ্দাকথা: উপহার সাবস্ক্রিপশন শুধুমাত্র ক্রয়ের সময় আপনার মনোনীত প্রাথমিক প্রাপক ব্যবহার করতে পারবেন এবং অন্য কারো কাছে আবার বিক্রি বা স্থানান্তরিত করা যাবে না। এসব পরিস্থিতিতে আমরা সাবস্ক্রিপশন উপহার অকার্যকর বা বাতিল করতে পারি।