Snap দর্শক-শ্রোতা মিলের শর্তাবলী
প্রকাশিত হয়েছে: ১ সেপ্টেম্বর, ২০২০
সালিশি নিস্পত্তি বিজ্ঞপ্তি: আপনি ব্যবসায়িক পরিষেবার শর্তাবলী-তে নির্দেশিত সালিশি নিস্পত্তি বিধান মেনে চলতে বাধ্য। আপনি যদি Snap Inc.-এর সাথে চুক্তি করেন তাহলে আপনি ও Snap Inc. শ্রেণীগত আইনি ব্যবস্থা মামলা বা শেণীগত সালিশি নিস্পত্তিতে অংশগ্রহনের অধিকার হারাবেন।
এই Snap দর্শক-শ্রোতা মিলের শর্তাবলী আপনার ও Snap-এর মধ্যে আইনগতভাবে বাধ্যবাধকতামূলক একটি চুক্তি তৈরি করে, Snap-এর দর্শক-শ্রোতা মিলের কার্যক্রমের ("Snap দর্শক-শ্রোতা মিল") জন্য ব্যবসায়িক পরিষেবার ব্যবহার নিয়ন্ত্রণ করে এবং এগুলো ব্যবসায়িক পরিষেবার শর্তাবলী-তে অন্তর্ভুক্ত। এই Snap দর্শক-শ্রোতা মিলের শর্তাবলীতে ব্যবহৃত কিছু শর্ত ব্যবসায়িক পরিষেবার শর্তাবলী-তে সংজ্ঞায়িত হয়েছে।
এই Snap দর্শক-শ্রোতা মিলের শর্তাবলী ও ব্যবসায়িক পরিষেবার শর্তাবলী-এর উদ্দেশ্যের জন্য যদি Snap দর্শক-শ্রোতা মিলের ব্যবহারকারী কোনো সত্তার ব্যবসার মূল স্থান ফ্রান্সে হয়, তাহলে “Snap” বলতে বুঝাবে Snap গ্রুপ এসএএস, অথবা যদি ঐ সত্তার ব্যবসার মূল স্থান অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে হয়, তাহলে “Snap” বলতে বুঝাবে Snap Aus Pty Ltd; Snap দর্শক-শ্রোতা মিলের ব্যবহারকারী সত্তা অন্য কোন স্থানের অন্য কোন সত্তার জন্য এজেন্ট হিসাবে কাজ করলেও এটি প্রযোজ্য হবে।
Snap দর্শক-শ্রোতা মিল আপনাকে প্রয়োজনানুগ দর্শক-শ্রোতা (প্রত্যেকে একজন “এসএএম দর্শক-শ্রোতা”) তৈরি করার জন্য Snap ও এর সহযোগীগুলোর ("শনাক্তকারী ডেটা") কাছে তথ্য পাঠানোর সুযোগ দেয়। আপনি যেভাবে নির্দেশ দিয়েছেন তা ব্যতীত, Snap আপনার পক্ষে বিজ্ঞাপন টার্গেট করা সহ আপনাকে কেবলমাত্র বিজ্ঞাপন পরিষেবা দিতে শনাক্তকারী ডেটা ও এসএএম দর্শক-শ্রোতা ব্যবহার করবে। প্রযোজ্য আইন অনুযায়ী যেভাবে প্রয়োজন সেভাবে ছাড়া অথবা আপনার লিখিত সম্মতি ছাড়া Snap এবং এর সহযোগীরা: (a) শনাক্তকারী ডেটা বা এসএএম দর্শক-শ্রোতা অন্য কোনো বিজ্ঞাপনদাতার সুবিধার জন্য ব্যবহার করবে না; এবং (b) তৃতীয় পক্ষের সাথে শনাক্তকারী ডেটা শেয়ার করবে না। Snap শনাক্তকারী ডেটার গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করবে সুরক্ষা নীতি মেনে চলার মাধ্যমে যা নকশা করা হয়েছে: (y) Snap-এর সিস্টেমে থাকাকালীন সময়ে শনাক্তকারী ডেটার নিরাপত্তা ও অখন্ডতার নিশ্চয়তা দিতে; এবং (z) Snap-এর সিস্টেমের মধ্যে শনাক্তকারী ডেটায় দুর্ঘটনাজনিত বা অননুমোদিত প্রবেশ, ব্যবহার, বিকৃতি বা প্রকাশ ঠেকাতে।
আপনি ব্যক্তি বা সত্তার কাছে Snap দর্শক-শ্রোতা মিল পৌছে দিতে পারবেন না যদি Snap আপনাকে ব্যবসায়িক পরিষেবার মাধ্যমে সেটি করতে না দেয় এবং সেক্ষেত্রে আপনি পক্ষসমর্থন করেন ও ওয়ারেন্টি দেন যে আপনি নিশ্চিত করবেন এধরনের ব্যক্তি বা সত্তা এই Snap দর্শক-শ্রোতা মিলের শর্তাবলীর অধীনে সেই ব্যক্তি বা সত্তার উপর আরোপিত যেকোনো বাধ্যবাধকতা মেনে চলবেন এবং আপনি তার জন্য প্রাথমিকভাবে দায়বদ্ধ থাকবেন। এই Snap দর্শক-শ্রোতা মিলের শর্তাবলী বা Snap-এর লিখিত পূর্সবম্মতি না থাকলে এই পরিষেবায় পরিচালিত আপনার বিজ্ঞাপন কর্মসূচী ব্যবস্থাপনা করতে Snap দর্শক-শ্রোতা মিলের সাথে সংযোগে Snap-এর কাছ থেকে প্রাপ্ত তথ্য কেবলমাত্র আপনার অভ্যন্তরীন কাজে ব্যবহার করতে পারবেন অথবা আপনি যদি অন্য কোন সত্তার জন্য এজেন্ট হিসাবে এই পরিষেবায় পরিচালিত সেই সত্তার বিজ্ঞাপন কর্মসূচী ব্যবস্থাপনার জন্য Snap দর্শক-শ্রোতা মিল ব্যবহার করে থাকেন; এবং আপনি এগুলো না করতে রাজি হন: (a) সেই ডেটা প্রকাশ করা; (b) এই পরিষেবার কোন ব্যবহারকারীর প্রোফাইল তৈরি করতে বা এর সম্পূরক প্রোফাইল তৈরী করতে এই ডেটা ব্যবহার করা; (c) কোনভাবে এই পরিষেবার কোন ব্যবহারকারীকে পুনরায় নিয়োজিত করতে এই ডেটা ব্যবহার করা; বা (d) কোন সহযোগী, তৃতীয় পক্ষ, বিজ্ঞাপন নেটওয়ার্ক, বিজ্ঞাপন এক্সচেঞ্জ, বিজ্ঞাপন দালাল বা অন্যান্য বিজ্ঞাপন পরিষেবার কাছে এই ডেটা বিক্রয়, ভাড়া, স্থানান্তর বা প্রবেশাধিকার প্রদান করা।
ব্যবসায়িক পরিষেবার শর্তাবলী-এর অধীনে আপনার পক্ষসমর্থন ও ওয়ারেন্টির পাশাপাশি আপনি পক্ষসমর্থন করেন এবং নিশ্চয়তা দেন যে: (a) আপনি আপনার কর্মকান্ডে Snap দর্শক-শ্রোতা মিলের শর্তাবলীর অধীনে প্রযোজ্য আইন, প্রযোজ্য স্বনিয়ন্ত্রক মান ও নির্দেশিকা, Apple অ্যাপ স্টোর পর্যালোচনা নির্দেশিকা এবং Google প্লে নীতি ও নির্দেশিকা (সম্মিলিতভাবে "নিয়ম") মেনে চলবেন; (b) শনাক্তকারী ডেটায় যাদের ডেটা অন্তর্ভূক্ত আপনি সেসকল ডেটা সাবজেক্টের সকল প্রয়োজনীয় অধিকার, লাইসেন্স ও সম্মতি নিরাপদ করেছেন এবং তা বজায় রাখবেন; (c) শনাক্তকারী ডেটার মধ্যে কোনো সংবেদনশীল তথ্য বা বিশেষ শ্রেণীর ডেটা থাকবে না যেমনটি নিয়মের মধ্যে বর্ণিত রয়েছে; এমন তথ্যও থাকবে না যা নীচের বিষয়গুলোর উপর নির্ভর করে বা এগুলোকে অন্তর্ভুক্ত করে: (i) প্রকৃতপক্ষে একটি অপরাধ ঘটা বা ঘটার অভিযোগ; (ii) স্বাস্থ্য তথ্য; (iii) 13 বছরের কম বয়সী ব্যক্তি যাদেরকে আপনি ব্যক্তিগতভাবে চেনেন তাদের সম্পর্কে তথ্য (অথবা যদি 13 বছরের চেয়ে বেশি বয়স হয় তবে প্রযোজ্য আইনে ন্যূনতম যে বয়সে একজন ডেটা সাবজেক্টের ব্যক্তিগত ডেটা প্রক্রিয়াকরণ আইনসঙ্গত); (iv) শিশুদের জন্য পরিচালিত কোন অনলাইন পরিষেবা থেকে ব্যক্তি সম্পর্কে সংগৃহীত তথ্য; (v) কোনো ব্যক্তির আর্থিক অবস্থা, বর্ণ বা জাতিগত উৎপত্তি, ধর্মীয় বিশ্বাস বা পছন্দ, যৌন জীবন বা যৌন পছন্দ বা ট্রেড ইউনিয়নের সদস্যপদ সম্পর্কিত তথ্য; (d) শনাক্তকারী ডেটা এমন কোন ডেটা সাবজেক্ট সম্পর্কিত ডেটার সাথে সম্পৃক্ত নয় যিনি লক্ষনির্দিষ্ট বিজ্ঞাপনের জন্য ওই ডেটার ব্যবহার বন্ধ করা বেছে নিয়েছেন; (e) আপনি নিয়ম অনুসারে প্রত্যেক ডেটা সাবজেক্টকে যথেষ্ট নোটিশ পাঠাবেন যে আপনার বা আপনার এজেন্ট দ্বারা সংগৃহীত ডেটা সাবজেক্টের তথ্য এই Snap দর্শক-শ্রোতা মিলের শর্তাবলীতে নির্দেশিত উদ্দেশ্যে তৃতীয় পক্ষের সাথে শেয়ার করা হতে পারে বা তাঁরা তা ব্যবহার করতে পারে; এবং (f) শনাক্তকারী ডেটা সংক্রান্ত যেকোন প্রকৃত বা সংকটাপন্ন অভিযোগ আপনি তাৎক্ষণিকভাবে Snap-কে জানাবেন এবং এ ধরনের কোন অভিযোগে সাড়া দিতে বা আত্মপক্ষ সমর্থন করতে করতে আপনি নিজ খরচে যথাযথভাবে Snap-কে সহযোগীতা করবেন।
এই Snap দর্শক-শ্রোতা মিলের শর্তাবলী Snap দর্শক-শ্রোতা মিল অনুযায়ী আপনার ও Snap-এর মধ্যে সম্পূর্ণ বোঝাপড়া ও চুক্তি প্রতিষ্ঠা করে এবং Snap দর্শক-শ্রোতা মিল সম্পর্কিত আপনার এবং Snap-এর মধ্যকার অন্য সকল চুক্তি প্রতিস্থাপন করে।